২য় টি-২০তে ১৩৭ রানে হারলো ওয়েস্ট ইন্ডিজ

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের লজ্জার দিনে টি-২০ সিরিজ জয় নিশ্চিত করলো সফরকারী ইংল্যান্ড। গতরাতে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংলিশরা ১৩৭ রানের বড় ব্যবধানে হারায় ক্যারিবীয়দের। নিজেদের টি-২০ ইতিহাসে রান বিবেচনায় এটিই বড় ব্যবধানে জয় ইংলিশদের। সিরিজের প্রথম ম্যাচ ৪ উইকেটের পর গত রাতের এ জয়ে তিন ম্যাচের নিশ্চিত করেছে ইংল্যান্ড।
সেন্ট লুসিয়ায় টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে নেমে ভালো শুরু করতে পারেনি ইংল্যান্ড। ৩২ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসে তারা। অ্যালেক্স হেলস ৮, জনি বেয়ারস্টো ১২, অধিনায়ক ইয়োইন মরগান ১ ও জো ডেনলি ২ রান করে ফিরেন।
ওয়েস্ট ইন্ডিজ বোলারদের বিপক্ষে শক্ত হাতে দলের হাল ধরেন টেস্ট অধিনায়ক জো রুট ও স্যাম বিলিংস। মারমুখী ব্যাট চালিয়ে পঞ্চম উইকেটে ৬৩ বলে ৮২ রান যোগ করেন তারা। রুট ৭টি চারে ৪০ বলে ৫৫ রান করে থামলেও রান তোলার গতি ধরে রেখেছিলেন বিলিংস।
ষষ্ঠ উইকেটে ক্রিজে বিলিংসের সঙ্গী হন ডেভিড উইলি। এই জুটি আরও ভয়ংকর রুপ ধারন করেন বিলিংস। উইলিকে নিয়ে ২৫ বলে অবিচ্ছিন্ন ৬৮ রান দলকে উপহার দেন বিলিংস। ফলে ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড। ১০টি চার ও ৩টি ছক্কায় ৪৭ বলে ৮৭ রান করে ইনিংসের শেষ বলে আউট হন বিলিংস। ৯ বলে ১৩ রানে অপরাজিত থাকেন উইলি। ওয়েস্ট ইন্ডিজের ফ্যাবিয়ান অ্যালান ২টি উইকেট নেন।
সিরিজে টিকে থাকার জন্য ১৮৩ রানের টার্গেটে খেলতে নেমে ইংল্যান্ডের বোলারদের তোপের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। তাই ক্রিজে টিকে বড় ইনিংস খেলা কঠিন হয়ে পড়ে ক্যারিবীয় ব্যাটসম্যানদের। ফলে ১১ দশমিক ৫ ওভারে মাত্র ৪৫ রানে গুটিয়ে যায় তারা। টি-২০ ক্রিকেটে এটি দ্বিতীয় সর্বনি¤œ রান। ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসে এটিই সর্বনি¤œ স্কোর।
দলের পক্ষে মাত্র দু’জন ব্যাটসম্যান দু’অংকের কোটা স্পর্শ করতে পারেন। শিমরোন হেটমায়ার ও ক্রেইগ ব্র্যাথওয়েট ১০ রান করে করেন। এছাড়া দেবেন্দ্র বিশু ৮, শাই হোপ ৭ ও ক্রিস গেইল ৫ রান করেন। ইংল্যান্ডের ক্রিস জর্ডান ৬ রানে ৪ উইকেট নেন। ম্যাচ সেরা হন ইংল্যান্ডের বিলিংস।
একই ভেন্যুতে আগামীকাল তৃতীয় ও শেষ টি-২০ খেলবে দু’দল।