৩৭তম বিসিএসের প্রজ্ঞাপন জারি: নিয়োগ পেলেন ১২২১ জন

৩৭তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ১ হাজার ২২১ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ৭ এপ্রিল তাদের কাজে যোগদানের কথা বলা হয়েছে।

গত ১২ জুন ৩৭ম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশিত হয়। যেখানে বিভিন্ন ক্যাডার পদে ১ হাজার ৩১৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। চূড়ান্ত গেজেটে ৯৩ জন বাদ পড়লেন।

২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০১৭ সালের ১১ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা শুরু হয়। শেষ হয় ২৩ মে। লিখিত পরীক্ষায় ৫ হাজার ৩৭৯ জন সফলভাবে পাস করেন।

আজকের বাজার/এমএইচ