৯০ জনের বেশি আরোহী নিয়ে পাকিস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

পাকিস্তানের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

৯০ জন যাত্রী সহ বিমান ভেঙে পড়েছে পাকিস্তানে। করাচিতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে খবরটি নিশ্চিত করা হয়েছে পাকিস্তান এয়ারলাইনসের তরফ থেকে।

পিআইএ-র মুখপাত্র আব্দুল সাত্তার জানিয়েছেন, Flight 8303 বিমানটি লাহোর থেকে করাচির দিকে উড়ে যাচ্ছিল। করাচিতে অবতরণ করার ঠিক আগেই ভেঙে পড়ে সেটি।

স্থানীয়দের তোলা ছবিতে দেখা যাচ্ছে, ঘটনাস্থল থেকে প্রচুর ধোঁয়া উঠছে। জনবসতি পূর্ণ এলাকায় বিমানটি ভেঙে পড়েছে কিনা, তা এখনও বোঝা যাচ্ছে না। তবে করাচির হাসপাতালগুলিতে এমার্জেন্সি জারি করেছেন সেদেশের স্বাস্থ্যমন্ত্রী।

করাচিতে জিন্না ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে মডেল কলোনিতে ভেঙে পড়েছে বিমানটি।