বরফস্তূপের মধ্যে ৪০ মিনিট আটকে থাকার পর জীবিত উদ্ধার!

ফ্রান্সের আল্পসে প্রায় ৪০ মিনিট বরফস্তূপের মধ্যে আটকে থাকার পর ১২ বছরের একটি বালককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকর্মীরা এটিকে সত্যিকারের ‘অলৌকিক ঘটনা’ হিসেবে অভিহিত করেছে।

ফরাসি পুলিশ জানায়, বুধবার (স্থানীয় সময়) বালকটি সাতজন পর্বতারোহীর একটি দলের সঙ্গে বরফাচ্ছন্ন লা প্লাঙ্গে স্কাই রিসোর্টে আরোহণ করছিল। হঠাৎ সে পড়ে যায়। এরপর সে বরফস্তূপের নিচে সামনের দিকে গড়িয়ে গড়িয়ে পড়ে যেতে থাকে। বরফের স্তূপটি অন্তত ১০০ মিটার (১১০ গজ) শক্তিতে বালকটিকে টেনে নিয়ে যায়।

পরে উদ্ধারকারীরা বালকটিকে বাঁচাতে হেলিকপ্টার যোগে দ্রুত ঘটনাস্থলে যায়। ওই স্থানটি ২,৪০০ মিটার (৭,৮৭৫ ফুট) খাড়া ছিল। একটি কুকুর গন্ধ শুঁকে বালকটিকে খুঁজে পায়।

উদ্ধারকর্মীরা বলেন, উদ্ধার অভিযানটি ‘অলৌকিক’ ছিল, কারণ বরফের স্তূপের মধ্যে ১৫ মিনিট পর কারো বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ।

পুলিশ বলছে, বালকটি বেঁচে থাকতে সক্ষম হয়েছিল কারণ তার শ্বাস নেয়ার জায়গাটি বরফে ঢেকে যায়নি।

পর্বতারোহী দলটির অধিনায়ক প্যাট্রিস রাইবেস বলেন, ‘আমরা ঘটনাটিকে অলৌকিক বলছি। বড়দিনের একদিন পর এটি আমাদের জন্য আরেকটি উপহার।’

অলৌকিকভাবে প্রাণে বেঁচে যাওয়া বালকটিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ