ইমামদের দায়িত্ব ইসলামের সঠিক ধারণা দেওয়া : হাইকোর্ট

মসজিদের ঈমামদের কাজ হচ্ছে মুসল্লিদের নামাজ পড়ানো এবং ইসলাম সম্পর্কে সঠিক ধারণা দেওয়া। তারা এমন কোনো বয়ান দিবেন না, যা দেশের প্রচলিত আইনের পরিপন্থি। গণজাগরণের কর্মী ও ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের হাইকোর্টের রায়ের পর্রবেক্ষণে এমন বক্তব্যই ওঠে এসেছে।

এছাড়া আদালত বলেছেন, যদি কেউ ইসলাম এবং মুহাম্মদ (সা.) অথবা যে কোনো ধর্ম নিয়ে বিরূপ মন্তব্য করলে বা ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে দেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই।

রবিবার (০২ এপ্রিল) বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ মামলার রায় দেন। রায়ে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রেদওয়ানুল আজাদ রানা ও ফয়সাল বিন নাইম দীপের দণ্ড বহাল রাখা হয়েছে।

এছাড়া মামলায় মাকসুর হাসান অনিককে দেওয়া যাবজ্জীবন কারাদণ্ডও হাইকোর্ট বহাল রেখেছেন। আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীমউদ্দিন রহমানীসহ অন্য ৫ আসামিকে দেওয়া বিচারিক আদালতের বিভিন্ন মেয়াদের দণ্ডও বহাল রয়েছে হাইকোর্টের রায়ে।

এই মামলায় মুফতি জসীমউদ্দিন রহমানী বাদে বাকি সবাই একসময় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তারা সবাই উচ্চ বিত্ত পরিবারের সন্তান। আদালত সেই বিষয়টি উল্লেখ করে পর্রবেক্ষণে বলেন, মুফতি জসীমউদ্দিন রহমানী ছাড়া এই মামলার বাকি সব আসামিই মেধাবী শিক্ষার্থী। তারা কেন এই পথে এসেছে এই মামলায় তা বোধগম্য নয়।’

তরুণ মেধাবীদের বিপথে যাওয়ার ক্ষেত্রে অভিভাবকদের দায় রয়েছে উল্লেখ করে আদালত বলেন, এই ধরনের মেধাবী শিক্ষার্থীদের বিপথে যাওয়ার জন্য অভিবাভকরাই দায়ী বলে অনেকে মনে করেন। আমরাও তাই মনে করি। এই মামলার আসামিদের সকলের পিতা-মাতা উচ্চ শিক্ষিত। আমরা নিজেদের লাইফস্টাইল কিভাবে উন্নত করা যায়, সেটা নিয়ে ব্যস্ত থাকি।’

বাচ্চাদের শিক্ষার কারিকুলাম সম্পর্কে মনযোগী হওয়ার উপর গুরুত্বারোপ করে আদালত বলেন, আমাদের বাচ্চারা কি করতে চায় বা কোন বিষয়ে পড়তে চায় সে বিষয়টি ভাবি না। তাদের মানসিক অবস্থা বিবেচনা না করেই আভিজাত্যের দিকে খেয়াল রেখে অনেক কিছুই চাপিয়ে দেওয়া হয়। এই কাজের জন্য প্রাইমারি শিক্ষকদের গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পলন করতে হবে। পরিবেশ, রাজনীতি, ধর্মীয় সৌহার্দপূর্ণ আচার ব্যবহার, স্বাধীনতার ইতিহাস যথাযথভাবে শিশুদের শিক্ষা দিতে হবে। এ নিয়ে সবার এবং সরকারেরও ভাবতে হবে।

এ ধরনের মামলা তদন্তে দেশপ্রেমিক কর্মকর্তাদের অগ্রাধিকার দেওয়ার কথাও বলা হয় পর্রবেক্ষণে। আদালত বলেন, মুফতি যেখানে খুৎবা দিতেন সেখানকর মুসল্লিদের প্রসিকিউশনের আওতায় আনা হয়নি। আইজিপিকে আহবান জানাচ্ছি, সব ধরনের মামলায় এমন সব কর্মকর্তাদের নিয়োজিত করতে হবে। যারা শুধু নিজের না দেশের জন্য কাজ করবে।

হত্যাকাণ্ডকে পূর্বপরিকল্পিত উল্লেখ করে আদালত বলেন, একদল এই হত্যাকাণ্ডে সরসারি অংশগ্রহণ করেছে। অন্যরা তথ্য সংগ্রহ করেছে। তাই বিচারিক আদালতের রায় পরিবর্তনের কারণ খুঁজে পাইনি। সেই জন্য বিচারিক আদালতের রায়ই বহাল।

এই মামলার বাদী রাজীব হায়দারের বাবা ডা. নাজিম উদ্দিন সাজা বৃদ্ধির যে আবেদন করেছিলেন তার খারিজের কারণও ব্যাখ্যা করা হয়েছে রায়ে। আদালত বলেন, এই মামলায় আসামিদের সাজা বৃদ্ধির জন্য বাদীর পক্ষ থেকে একটি রিভিশন আবেদন করা হয়েছিল। কিন্তু আবেদনের শুনানির জন্য কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।