এক লাখ টাকা পর্যন্ত লভ্যাংশ আয় করমুক্ত’র দাবি

আসন্ন ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে বিনিয়োগকারীদের জন্য ১ লাখ টাকা পর্যন্ত লভ্যাংশ আয় করমুক্ত রাখার প্রস্তাব করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। বর্তমানে ২৫ হাজার টাকা পর্যন্ত লভ্যাংশ-আয় করমুক্ত রয়েছে।

অর্থমন্ত্রণালয়ে দেওয়া এক বাজেট প্রস্তাবে করমুক্ত লভ্যাংশ-আয়ের সীমা বাড়ানোর এই প্রস্তাব দেওয়া হয়েছে।

রোববার ৩০ এপ্রিল সন্ধ্যায় সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে সাাৎ করে প্রস্তাবনা তুলে ধরেছেন দুই স্টক এক্সচেঞ্জের কর্নধাররা। এ সময় ঢাকা স্টক একচেঞ্জ-ডিএসইর চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসেম, ব্যবস্থাপনা পরিচালক কেএম মাজেদুর রহমান, চট্টগ্রাম স্টক একচেঞ্জের চেয়ারম্যান ড. একে আব্দুল মোমেন, ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এর সভাপতি আহমেদ রশিদ লালী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বর্তমানে লভ্যাংশ বিতরণের সময় কোম্পানিগুলো ১০ শতাংশ অগ্রিম আয়কর কেটে রাখে। পরবর্তীতে করবিবরণী জমা দেওয়ার সময় এই আয়কর সমন্বয় করতে পারেন বিনিয়োগকারীরা।

আজকের বাজার: আরআর/ ৩০ এপ্রিল ২০১৭