হাসপাতালে ভর্তি দিলীপ কুমার

প্রবল জ্বর ও শ্বাসকষ্টের সমস্যাজনিত কারণে বুধবার সকালে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে দিলীপ কুমারকে।

বেশ কয়েক দিন ধরে পায়ের প্রবল ব্যথায় কষ্ট পাচ্ছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। ডান পায়ে ব্যথা এবং ফুলে যাওয়ার ফলেই তার জ্বর হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। পাশাপাশি তার শ্বাসকষ্টের সমস্যাও রয়েছে। তাকে আপাতত রাখা হয়েছে আইসিউ-তে।

এর আগে চলতি বছরের এপ্রিল মাসেও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল দিলীপ কুমারকে। তিনি আপাতত স্থিতিশীল রয়েছেন বলে জানা গিয়েছে। তার চিকিৎসার দায়িত্বে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

১১ ডিসেম্বর ৯৪ বছরে পা দেবেন পদ্মবিভূষণ সম্মানে ভূষিত প্রবীণ এই অভিনেতা। পঞ্চাশ-ষাটের দশকে ফিল্ম দুনিয়ায় উজ্জ্বলতম নাম দিলীপ কুমার। ‘আন’, ‘দাগ’, ‘দেবদাস’, ‘মধুমতি’, ‘মুঘলে আজম’, ‘রাম অউর শ্যাম’-এর মতো মাইলস্টোন সব ছবিতে অভিনয় করেছেন।

১৯৯১ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন তিনি। ১৯৯৮ সালে সিনেমা জগত থেকে সরে আসেন। ২০১৫ সালে তাকে পদ্মবিভূষণ সম্মান দেওয়া হয়।