অবৈধ বিদ্যুৎ লাইনের তারে আটকে কৃষকের মৃত্যু

ফরিদপুরের সালথা উপজেলায় অবৈধ বিদ্যুৎ লাইনের তারে জড়িয়ে রাজ্জাক খান (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত রাজ্জাক ওই গ্রামের মৃত মোহন লাল খানের ছেলে।

বুধবার (২৩ মে) দুপুর ১২টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মদনদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে রাজ্জাক খান বাড়ির পশ্চিম পাশে রাস্তার পাশে বাঁশের ঝোপ থেকে বাঁশ কাটার সময় একটি বাঁশ বিদ্যুতের তারের ওপর গিয়ে পড়ে। বিদ্যুতের তারের ওপর থেকে বাঁশ ছাড়ানোর সময় বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই রাজ্জাক খান মারা যায়।

পল্লী বিদ্যুতের আওতাধীন সালথা-খলিশাডুবি খেয়াঘাট থেকে রামকান্তপুর ইউনিয়ন পরিষদ ও ওই গ্রামের মোল্যার বাড়ি পর্যন্ত রাস্তার পাশ দিয়ে অবৈধভাবে বিদ্যুতের লাইন নেয়া রয়েছে। ওই সাইড লাইনের তারে জড়িয়ে মারা যান রাজ্জাক।

সালথা থানার ওসি মো. দেলোয়ার হোসেন খান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।

আজকের বাজার/আরআইএস