অভিবাসীদের সুযোগ-সুবিধা কমাবে অস্ট্রিয়া

অভিবাসীদের সুযোগ-সুবিধা কমানোর ঘোষণা দিয়েছে অস্ট্রিয়ার জোট সরকার।

সোমবার (২৮ মে) এক সংবাদ সম্মেলনে অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কার্জ এ তথ্য জানান।  এ পরিকল্পনার আওতায় এখন থেকে অভিবাসীদের সুযোগ-সুবিধা দিতে মাসিক ৫৬৩ ইউরো নির্ধারণ করা হয়েছে। নতুন অভিবাসীদের প্রবেশ ঠেকাতেই এ পরিকল্পনা নিয়েছে অস্ট্রিয়ার সরকার।

তবে যারা জার্মান ভাষা পরীক্ষা সফলভাবে শেষ করতে পারবে, তারা পাবে মাসিক ৮৬৩ ইউরো। যা একজন অস্ট্রীয় নাগরিকের সমপরিমাণ। তবে পাঁচ বছরের আগে এই সুবিধা দাবি করতে পারবেন না তারা।

২০১৫ সালে অস্ট্রিয়ায় ৯০ হাজার মানুষ রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করে। প্রথম দিকে শরণার্থীদের স্বাগত জানালেও অস্ট্রিয়ার রক্ষণশীল সরকার পরবর্তীতে তাদের মনোভাব পরিবর্তন করে।

আরজেড/