অর্গানোগ্রাম বাস্তবায়নের দাবিতে গণবিতে মানববন্ধন

প্রাণী সম্পদ অধিদপ্তরের অর্গানোগ্রাম দ্রুত বাস্তবায়ন করার দাবিতে মানববন্ধন করেছে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার, ১ এপ্রিল দুপুরে ক্যাম্পাসের বাদাম তলার  প্রায় এক ঘণ্ট ধরে এই কর্মসূচি চলে। এতে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের শিক্ষার্থীসহ অন্যান্য বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

এসময় গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি মোঃ জুয়েল রানাসহ ছাত্র সংসদের অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সস বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী তাজমিলুর রহমান মানববন্ধন ধেকে বলেন, ‘আমাদের প্রতিটি ভেটেরিনারি সার্জন শ্রম করার পরেও তারা তাদের মর্যাদা অনুযায়ী অধিকার পাচ্ছে না। আমাদের দাবি প্রতিটি উপজেলায় ১ জনের জায়গায় ৩ জন করে সার্জন নিয়োগ দেওয়া হোক।’

একই বিভাগের শিক্ষার্থী সৌরভ কুমার বলেন, ‘স্বাধীনতার পরে অন্যান্য বিভাগে অর্গানোগ্রাম হলেও কৃষিতে অর্গানোগ্রাম হয়নি। তাই সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্যে প্রতিটি বিভাগের মতো কৃষিতেও অর্গানোগ্রাম হওয়া জরুরি।’

অর্গানোগ্রাম দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোও করেন শিক্ষার্থীরা।

রনি/আরএম/