অস্ট্রেলিয়ার মাথা ব্যাথ্যার কারণ হতে পারে কুলদীপ: চ্যাপেল

চলতি বছর ডিসেম্বরে ভারত অস্ট্রেলিয়া সফরে এলে অজি ব্যাটসম্যানদের মাথা ব্যাথ্যার কারণ হয়ে উঠতে পারেন টিম ইন্ডিয়ার বাঁ-হাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদব৷ এমনটাই মনে করেন ইয়ান চ্যাপেল৷ ইএসপিএন ক্রিকইনফোও নিজের কলামে এমনটাই লিখেছেন প্রাক্তন অজি অধিনায়ক৷

সম্প্রতি বিরাটের দলের পেস আক্রমণ বিশ্বের সেরার তকমা পেয়েছে৷ তবে আসন্ন গ্রীষ্মে অস্ট্রেলিয়ার পিচে স্পিনাররাই বেশি কার্যকরী হয়ে উঠতে পারে বলে মনে করেন চ্যাপেল৷ ভারতের অস্ট্রেলিয়া সফরে এখনও প্রায় ছ’মাস দেরি রয়েছে৷ করোনা ভাইরাস সংক্রমণের উপর নির্ভর করে সফরের সময়সূচী পরিবর্তিত হতে পারে৷ তবে বিশেষজ্ঞরা এবং প্রাক্তন ক্রিকেটাররা ইতিমধ্যে উভয় দলের কৌশল অবলম্বন শুরু করতে শুরু করে দিয়েছেন৷

ভারতীয় দলের পেসাররা এই মুহূর্তে যে কোনও দলের রাতের ঘুম কেড়ে নিতে পারেন। সম্প্রতি মহম্মদ শামি ও জসপ্রীত বুমরাহ বিদেশের মাটিতে গিয়েও দাপট দেখিয়েছেন। ইয়ান চ্যাপেল বিরাটেদর দলের ফাস্ট বোলারদের পাশাপাশি স্পিনারদের নিজেই বাজি ধরছেন৷ বাঁ-হাতি স্পিনার কুলদীপকেই অজি সফরে ভারতের তুরুপের তাস বলে মনে করছেন তিনি।

চ্যাপেল লিখেছেন,“কুলদীপের রিস্ট স্পিন অস্ট্রেলিয়ার পিচে উইকেট আনতে পারে। তবে তার জন্য অবশ্য দল নির্বাচনে আরও সাহসী হতে হবে। এই বছরের শেষদিকে যখন তারা বর্ডার-গাভাস্কার ট্রফির রক্ষার চেষ্টা করে তখন একাদশে স্পিনার বেছে নেওয়া ভারতের পক্ষে অন্যতম প্রধান মাথাব্যাথা হয়ে দাঁড়াবে বলে মনে করেন চ্যাপেল৷