অস্ট্রেলিয়ার পেসারদের আগুনে পুড়ে শেষ নিউজিল্যান্ড

মেলবোর্নে বক্সিং-ডে টেস্টের তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্সের আগুন বোলিংয়ে প্রথম ইনিংসে মাত্র ১৪৮ রানেই গুটিয়ে গেছে সফরকারী নিউজিল্যান্ড। ফলে প্রথম ইনিংসে ৩১৯ রানের লিড পেয়েছে স্বাগতিকরা।

শনিবার (২৮ ডিসেম্বর) ২ উইকেটে ৪৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করা কিউইরা আজ মাত্র ২ রান যোগ করতেই হারায় রস টেইলর ও হেনরি নিকোলসের উইকেট। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা কিউইরা পুরো ইনিংসেও গড়তে পারেনি একটি ৫০ রানের জুটি।

শেষ কামিন্স-জেমস প্যাটিনসনদের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে মাত্র ১৪৮ রানে অলআউট হয় সফরকারীরা। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন ওপেনার টম লাথাম।

বল হাতে স্বাগতিকদের হয়ে কামিন্স ২৮ রানে নেন ৫ উইকেট। ৩৪ রানে ৩ উইকেট নেন প্যাটিনসন। ৩০ রানে ২ উইকেট স্টার্কের।

এর আগে, নিজেদের প্রথম ইনিংসে ৪৬৭ রান করা অস্ট্রেলিয়া পেয়েছে ৩১৯ রানের বিশাল লিড। কিউইদের ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকরা।

অস্ট্রেলিয়া (১ম ইনিংস): ৪৬৭/১০ (১৫৫.১ ওভার)
নিউজিল্যান্ড- ১৪৮/১০ (৫৪.৫ ওভার)

আজকের বাজার/আরিফ