অস্ট্রেলিয়ায় দাবানল অব্যাহত

অস্ট্রেলিয়ায়তে, আবহাওয়া পূর্বাভাষে বলা হচ্ছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে সারা সপ্তাহ ধরে বৃষ্টি হবে এবং তাপমাত্রা কমবে এবং সেই সুযোগে, ক্লান্ত অগ্নি নির্বাপক কর্মীরা, গত তিন মাস ধরে যে ব্যাপক দাবানলে লক্ষ লক্ষ হেক্টর জমি পুড়ে গেছে তা প্রতিরোধের জন্য ব্যবস্থা নিচ্ছেন।

আস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েল্স, ভিক্টোরিয়া, সাউথ আস্ট্রেলিয়া এবং কুইন্সল্যান্ড রাজ্যে ব্যাপক দাবানল অব্যাহত রয়েছে।

অস্ট্রেলিয়ায় গত সেপ্টেম্বর থেকে চলা দাবানলে এ পর্যন্ত অন্তত ২৫ জনের প্রাণহানি হয়েছে, ২০০০এর বেশী বাড়ি ধ্বংস হয়েছেও অন্তত ৮০ লক্ষ হক্টর জমি পুড়ে গেছে। ক্যানবেরায় এ সপ্তাহে বাতাসে দূষণের মাত্রা বিশ্বের সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে। দাবানলে পুড়ে যাওয়া এলাকাগুলোতে সাহায্য প্যাকেজ পাঠানোরও প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী স্কট মরিসান। দাবানল সংকট মোকাবেলায় ঢিলেমির কারণে প্রধানমন্ত্রী তীব্র সমালোচনার শিকার হয়েছেন।

আজকের বাজার/লুৎফর রহমান