আইপিএলেও এবার কনকাসন সাব!

সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রেসিডেন্টশিপে প্রথমবার হতে চলেছে আইপিএল৷ বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট লিগে এবার দেখা যাবে বেশ কয়েকটি পরিবর্তন৷ সোমবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর তা জানান বোর্ড প্রেসিডেন্ট৷

বিসিসিআই প্রেসিডেন্টের চেয়ারে বাসার পর ভারতের মাটিতে প্রথম ডে-নাইট টেস্ট চালু করে প্রশংসা কুড়িয়েছেন সৌরভ৷ এবার ত্রয়োদশ আইপিএলেও বেশ কয়েকটি চমক আনতে চলেছে সৌরভের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড৷ এর মধ্যে একটি হল কনকাসন সাব অর্থাৎ কোনও ক্রিকেটার চোটের জন্য আর মাঠে নামতে না-পারলে পরিবর্ত খেলোয়াড় মাঠে নেমে সব কিছু করতে পারবেন৷

পাশাপাশি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগে এবার থেকে চালু হচ্ছে থার্ড আম্পায়ার নো-বল৷ অর্থাৎ এবার থেকে আইপিএলে বোলারের ফ্রন্ট ফুট নো-বল দেখবেন থার্ড আম্পায়ার৷ সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে চালু হয়েছে এই নিয়ম৷ ফলে ফ্রন্ট ফুট নো-বলের ক্ষেত্রে ফিল্ড আম্পায়ারদের মাথাব্যথ্যা এখন কমে গিয়েছে৷

চলতি বছর ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে সিরিজ থেকে চালু হয়েছে থার্ড আম্পায়ার নো-বল৷ আর কনকাসন সাব চালু হয় গত বছর অ্যাশেজে৷ ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ সিরিজ প্রথম কনকাসন সাব ক্রিকেটার হলেন অস্ট্রেলিয়ার মার্নাস ল্যাবুশেন৷ অজি ব্যাটসম্যান স্টিভ স্মিথ ব্যাটিং করতে গিয়ে চোট পাওয়ার পর আমার মাঠে নামতে পারেননি৷ স্মিথের কনকাসন সাব হিসেবে মাঠে নেমেছিলেন ল্যাবুশেন৷

সম্প্রতি ভারত-অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজে কনকাসন সাব নেওয়া হয় ঋষভ পন্তের৷ প্যাট কমিন্সের বলে ব্যাটিং করার সময় মাথায় চোট পান পন্ত৷ তারপর আর ফিল্ডিং করতে নামেননি পন্ত৷ পরিবর্তে কনকাসন সাব নিয়েছিল ভারত৷ ফলে উইকেটকিপিং গ্লাভস হাতে দেখা গিয়েছিল লোকেশ রাহুলকে৷

এবারের আইপিএল ফাইনাল হবে ২৪ মে৷ ত্রয়োদশ সংস্করণে মাত্র পাঁচটি দিন দু’টি করে ম্যাচ খেলা হবে৷ কিন্তু রাতের ম্যাচের সময়ে কোনও পরিবর্তন হচ্ছে না বলে এদিন পরিষ্কার জানিয়ে দেন সৌরভ৷ বিসিসিআই প্রেসিডেন্ট বলেন, ‘এবার আমরা মাত্র পাঁচটি ডাবল হেডার রাখা হয়েছে৷ চেষ্টা করা হয়েছে যত কময় সম্ভব ডাবল হেডার রাখতে৷ তবে রাতের ম্যাচের সময়ের কোনও পরিবর্তন হচ্ছে নাষ আগের মতো এবারও রাতের ম্যাচ শুরু হবে ৮টায়৷’

আজকের বাজার/লুৎফর রহমান