আইসিবি ক্যাপিটাল ও আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং এর ব্যাংক হিসাব জব্দ

নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর দুই সহযোগী প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রতিষ্ঠান দুটি হচ্ছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড। এনবিআর সূত্রে এই তথ্য জানা গেছে।

এনবিআরের দাবি, দীর্ঘদিন ধরে কোম্পানি দুটির কাছে ১৩০ কোটি টাকার কর বকেয়া রয়েছে। কিন্তু তারা তা পরিশোধ করছে না। এর মধ্যে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের কাছে এনবিআরের পাওনা ৭৮ কোটি টাকা; আর আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানির কাছে ৫২ কোটি টাকা।

এ বিষয়ে বক্তব্য জানতে আইসিবির ব্যবস্থাপনা পরিচালকের মোবাইলে ফোন দেওয়া হলেও তিনি তা ধরেননি।

জানা গেছে, গত বৃহস্পতিবার এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট (Large Taxpayers Unit-LTU) কোম্পানি দুটির ব্যাংকার আইএফআইসি ব্যাংকে চিঠি পাঠিয়ে তাদের হিসাব জব্ধ করার কথা জানায়।

এলটিইউর নির্দেশনা অনুসারে, কোম্পানি দুটি কেবল কর্মকর্তা-কর্মচারিদের বেতন-বোনাসের জন্য টাকা উত্তোলন করতে পারবে। এছাড়া আর কোনো লেনদেন করা যাবে না।

উল্লেখ, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট পুঁজিবাজারে মার্চেন্ট ব্যাংকিং সেবা দিয়ে থাকে। আর আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং দিয়ে থাকে ব্রোকারেজ সেবা।

আজকের বাজার:এলকে/এলকে/ ১৮ জুন ২০১৭