বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা ২ লাখ ৪৮ হাজার কোটি টাকা

আগামি ২০১৮-২০১৯ অর্থবছরের বাজেটে সরকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ২ লাখ ৪৮ হাজার কোটি টাকা নির্ধারণ করেছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব র্বোডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। আজ বৃহস্পতিবার রাজধানীর ম‌তি‌ঝিলে ফেডারেশন ভবনে আসন্ন জাতীয় বাজেট ২০১৮-২০১৯ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, সরকারের উন্নয়নে প্রতিবছর বাজেটের আকার বাড়ছে। বাজেটের এ লক্ষ্যমাত্রা পূরণ করতে করের আওতায় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজস্ব নীতিমালা, আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক) ও আয়কর এবং মাঠ পর্যায়ে মূসক ও কর সম্পর্কিত নানাবিধ সমস্যা নিয়ে এ সভার আয়োজন করা হয়।

তিনি বলেন, কিছু ব্যবসায়ী বন্ডের সুবিধা নিয়ে এক পণ্যের নামে অন্য পণ্য আমদানি করছে। এতে দেশীয় বাজার অস্থিতিশীল হয়ে উঠছে। তাই যারা এভাবে বন্ডের অপব্যবহার করছে তাদের কঠোর হাতে দমন করার জন্য এনবিআরের সব কর্মকর্তাকে নির্দেশ হয়েছে। কারণ বন্ডের অপব্যবহারের কারণে দেশীয় শিল্পে বাধাগ্রস্ত। এতে উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, এনবিআর হবে ব্যবসাবান্ধব। ব্যবসায়ীরা নির্ধারিত হারে কর দিলে তাদের কোনো ধরনের অশান্তি বা হয়রানি করা হবে না। তবে যারা কর ফাঁকি দেয় তাদের করের আওতায় অনা হবে। তাদের বিষয়ে কঠোর হবে এনবিআর।

মতবিনিময় সভায় এফবিসিআইয়ের সভাপতি শফিকুল ইসলাম মহিউদ্দিন বলেন, গুটি কয়েক ব্যবসায়ীর কারণে পুরো ব্যবসায়ী সমাজ কলঙ্কিত। তাই বন্ডের অপব্যবহার রোধে এনবিআরের সাথে এফবিসিসিআই যৌথ উদ্যোগে কাজ করবে।

সভায় উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), এফবিসিসিআইয়ের ‌সি‌নিয়র সহসভাপতি শেখ ফজলে ফাহিম প্রমুখ।