আগোরা সুপারশপকে ৫ লাখ টাকা জরিমানা

রাজধানীর মিরপুরে সুপারশপ আগোরাকে পচাঁ মাছ রাখার দায়ে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ডিএমপির ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২৯ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি ভ্রাম্যমান আদালত অভিযান চলাকালিন অবস্থায় সুপারশপে রাখা পচাঁ মাছ সরানোর সময় আগোরা কর্তৃপক্ষকে হাতে নাতে ধরে ফেলে।

তা ছাড়াও, সুপারশপ থেকে পঁচে যাওয়া সবজিও উদ্ধার করা হয়। পরে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত আগোরা কর্তৃপক্ষকে ৫ লাখ টাকা জরিমানা করে।

আগোরায় অভিযান শেষে এখন মিরপুরের আরো কয়েকটি নামি দামি প্রতিষ্ঠানে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করছে ডিএমপির ভ্রাম্যমান আদালত।

আজকের বাজার/আরআইএস