আজ দর বাড়ার শীর্ষে যেসব কোম্পানি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে যেসব কোম্পানি তার মধ্যে প্রথমেই রয়েয়ে মুন্নু জুট স্ট্যাফলার্স লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ১১০ টাকা ৩ পয়সা  বা ৬ দশমিক ২৫ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ এক হাজার ৮৭৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১৩৩ বারে ৪ হাজার ৭৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭৬ লাখ টাকা।

আর গেইনারের দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৬ টাকা ৪০ পয়সা বা ৫ দশমিক ৯২ শতাংশ।

এদিন শেয়ারটি সর্বশেষ ১১৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।  কোম্পানিটি  ৩ হাজার ১১০ বারে ১৫ লাখ ১৫ হাজার  ৬৪০টি শেয়ার লেনদেন করে।

তালিকার তৃতীয় স্থানে আছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। এদিন কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৩ দশমিক ৯৩ শতাংশ।

গেইনারের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- কুইন সাউথ টেক্সটাইল মিলস, স্ট্যাইল ক্রাফট, বিজিআইসি, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, ফনিক্স ইন্স্যুরেন্স, পাইনিয়র ইন্স্যুরেন্স ও ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেড।

রাসেল/