আজ বিশ্ব শরণার্থী দিবস

আজ ২০ জুন, বিশ্ব শরণার্থী দিবস। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও আজ দিবসটি পালিত হচ্ছে।

২০০০ সালের ৪ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ৫৫/৭৬ ভোটে অনুমোদিত হয় যে, ২০০১ সালে থেকে জুন মাসের ২০ তারিখ আন্তর্জাতিক শরণার্থী দিবস হিসেবে পালন করা হবে।

এ কারণে এ দিনটি বাছাই করা হয় যে, ১৯৫১ সালে অনুষ্ঠিত শরণার্থীদের অবস্থান নির্ণয় বিষয়ক একটি কনভেনশনের ৫০ বছর পূর্তি হয় ২০০১ সালে।

এ বছর দিবসটি এমন এক সময় পালিত হচ্ছে যখন ১ মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর ভার বইতে হচ্ছে বাংলাদেশকে।

আজকের বাজার/এসএম