আজ ভিএফএস থ্রেডের লেনদেন

পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ উত্তোলকারী প্রতিষ্ঠান ভিএফএস থ্রেড ডাইংয়ের লেনদেন আজ রোববার শুরু হবে। এদিন কোম্পানিটির ‌’এন’ ক্যাটাগরিতে লেনদেন হবে।

ডিএসই এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে ‌’VFSTDL’। কোম্পানির কোড ১৭৪৭৮।

এদিকে বিএসইসির নির্দেশনা অনুযায়ী কোম্পানিটির শেয়ার কিনতে কোনো প্রকার ঋণ সুবিধা না দিতে স্টক ব্রোকার, মার্চেন্ট ব্যাংকার্স ও পোর্ট ফোলিও ম্যানেজারদের ওপর নিষেধাজ্ঞা জানানো হয়েছে।

অর্থাৎ আজ থেকে লেনদেনের প্রথম ৩০ দিন কোনো মার্জিন সুবিধা দেওয়া যাবে না কোম্পানিটির শেয়ার কিনতে।

উল্লেখ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৩৮তম কমিশন সভায় ভিএফএস থ্রেড ডাইং লিমিটেডের আইপিও অনুমোদন দিয়েছে। ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে কোম্পানিটি আইপিওর মাধ্যমে বাজার থেকে ২২ কোটি টাকা উত্তোলন করেছে।উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি প্ল্যান্ট ও মেশিনারিজ ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিও খরচে ব্যয় করবে।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সিটিজেন সিকিউরিটিজ লিমিটেড ও ফার্স্ট সিকিউরিটিজ ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড