আজ রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী

৩৫ তম বিসিএসের নবীন পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিতে আজ রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছানোর কথা রয়েছে তার। পুলিশ একাডেমিতে প্রধানমন্ত্রী নবীন পুলিশ সুপারদের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করবেন। এরপর বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ক্যাডারদের হাতে পদক তুলে দেবেন। বক্তব্য রাখবেন নতুনদের উদ্দেশ্যে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। দুপুরে ঢাকা ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

আরজেড/