আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে কাজাখস্তানে গেছেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ‘বৃহত্তর ইউরেশিয়া থিমের ওপর ইউরেশিয়ান দেশগুলো সংসদের স্পিকারদের চতুর্থ বৈঠকে’ অংশ নিতে  রবিবার কাজাখস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

স্পিকারের নেতৃত্বে সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- হুইপ ইকবালুর রহিম, সাংসদ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, বেগম সাগুফতা ইয়াসমিন, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবীর কাওছার।

সম্মেলনটি কাজাখস্তানের রাজধানী আস্তানায় ২৩-২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

সম্মেলন শেষে স্পিকার উগান্ডায় অনুষ্ঠেয় ৬৪তম কমনওয়েলথ পার্লামেন্টারি সম্মেলনে যোগ দিবেন। স্পিকারের নেতৃত্বে ওই সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- হুইপ ইকবালুর রহিম, উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ, সাংসদ মো. আবু জাহির, মোহাম্মাদ নজরুল ইসলাম ও শিরীন আহমেদ।

উগান্ডার রাজধানী কাম্পালায় ২২-২৯ সেপ্টেম্বর সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানবন্দরে স্পিকারকে বিদায় জানান বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সম্মেলন শেষে স্পিকার আগামী ২৮ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।