আফগানিস্তানের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছে  স্বাগতিক বাংলাদেশ।
সিরিজের প্রথম টি-টোয়েন্টির একাদশ থেকে দু’টি পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। ঘাড়ের ইনজুরিতে পড়া ওপেনার রনি তালুকদার ও পেসার শরিফুল ইসলামের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন ব্যাটার আফিফ হোসেন ও পেসার হাসান মাহমুদ।

অন্য দিকে আগের ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে আফগানিস্তান। ফরিদ মালিকের জায়গায় সুযোগ পেয়েছেন পেসার ওয়াফাদার মোমান্দ। এ ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে মোমান্দের।
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ২ উইকেটে হারিয়ে সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, আফিফ হোসেন, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।
আফগানিস্তান একাদশ : রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মুজিব উর রেহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই ও ওয়াফাদার মোমান্দ। (বাসস)