আবারও গণহত্যার শিকার হতে পারে রোহিঙ্গা জনগণঃ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন

মায়ানমারের রাখাইন প্রদেশে যে সব রোহিঙ্গা জনগণ এখনও রয়েছে, তারা দেশটির সেনাবাহিনী কর্তৃক আবার গণহত্যার শিকার হতে পারে বলেই আশঙ্কা করছে রাষ্ট্রসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন।

এর আগে রোহিঙ্গা জনবসতি পূর্ণ এলাকায় গণহত্যা ও প্রবল অত্যাচারের অভিযোগে বিদ্ধ হয়েছে মায়ানমারের সেনা। সেই আতঙ্কে লক্ষ লক্ষ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

এদিকে বাংলাদেশে আশ্রিত এই ১১ লক্ষের বেশি রোহিঙ্গা শরণার্থীকে আর রাখা সম্ভব নয় বলেই জানিয়েছে তাদের ফেরত পাঠাতে তৎপর বাংলাদেশ সরকার। সর্বশেষ নির্ধারিত দিনেও তাদের ফেরত পাঠাতে পারা যায়নি। শরণার্থী রোহিঙ্গারা নিজেদের জীবন ঝুঁকি নিতে রাজি নয় বলেই সেই উদ্যোগে অংশ নেয়নি।

এমন পরিস্থিতিতে, সোমবার রাষ্ট্রসংঘের ‘ফ্যাক্ট ফাইন্ডিং মিশন’ তাদের প্রতিবেদনে জানায়, মায়ানমারে এখনও যে সব রোহিঙ্গা রয়েছে তাদের জীবনের আশঙ্কা ও প্রবল।

রিপোর্টে বলা হয়েছে, পূর্ব আরাকান বা এখনকার রাখাইন প্রদেশে এখনও প্রায় ৬ লক্ষ রোহিঙ্গা বাস করছে। তাদের চলাফেরায় প্রবল কড়াকড়ি করেছে মায়ানমার সরকার। এই কারণেই বাংলাদেশে আশ্রয় নেওয়া ১১ লক্ষ রোহিঙ্গা শরণার্থী রাখাইন প্রদেশ ফিরতে চাইছে না।

আজকের বাজার/লুৎফর রহমান