আলোচনাতেই হতে পারে সমঝোতা: ফখরুল

চলমান সংকট দূর করতে হলে আলোচনায় বসতে হবে বলে মন্তব্য করেছেন্ বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দুর্নীতির মামলায় কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা কর্মসূচি পালন করছে বিএনপি। পাশাপাশি সরকারের সঙ্গে আলাপ আলোচনাও চালিয়ে যেতে চায় বিএনপি।

দলের মহাসচিব জানান সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হতে পারে তাও আলোচনায় আনতে আগ্রহী বিএনপি।

ক্ষমতাসীন দল আলোচনায় বসার কোন ইঙ্গিত দিয়েছে কিনা এ প্রশ্নে মির্জা ফখরুল আবারো বলেন, একমাত্র আলোচনার মাধ্যমেই সমঝোতা সম্ভব।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনার জন্য ফোন করলেও তাতে সাড়া দেননি খালেদা জিয়া।

পরে আরাফাত রহমান কোকোর মৃত্যুকে শোক জানাতে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের গেট থেকে ফেরত আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরজেড/