আল-আরাফাহ ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে।

বৃহস্পতিবার কমিশনের ৭৩৮ তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,  ০৭ বছর মেয়াদী বন্ডটির বৈশিষ্ট্য হচ্ছে এটি নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল, আনসিকিউরড, আনলিস্টেড, কুপন বিয়ারিং পারপেচুয়াল বন্ড। এর কুপন হার হবে ৯ দশমিক ৫ থেকে ১২ দশমিক ৫ শতাংশ।

স্থানীয় উচ্চ সম্পদশালী ব্যক্তি, কর্পোরেট হাউস, ব্যাংক, ইনস্যুরেন্স কোম্পানি, অ-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিউচুয়াল ফান্ড, মার্চেন্ট ব্যাংক এবং বিদেশী ব্যক্তি, কর্পোরেট, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, অন্যান্য সংস্থাসহ অনিবাসী বাংলাদেশী বিনিয়োগকারীকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে।

এই বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে ব্যাংক তাদের অ্যাডিশনাল টিয়ার-থ্রি মূলধন ভিত্তি শক্তিশালী করবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ লাখ টাকা। এই বন্ডের ট্রাস্টি ও লিড অ্যারেঞ্জার হিসেবে রয়েছে যথাক্রমে ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।