ইন্দো-বাংলা ফার্মার আইপিও লটারির ফলাফল

পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ উত্তোলনকারী প্রতিষ্ঠান ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আইপিও লটারি আজ ১১ সেপ্টেম্বর, মঙ্গলবার অনুষ্ঠিত হয়। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ ড্র হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে।

কোম্পানির আইপিও আবেদন গত ৯ আগষ্ট শুরু হয়, যা শেষ হয় ১৬ আগস্ট। এছাড়া গত ১৬ জুলাই ইন্দোবাংলার আইপিওর সম্মতিপত্র পায় কোম্পানিটি।

রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে (আইইবি) ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আইপিও লটারি ও ফলাফল প্রকাশিত হয়েছে। লটারি উপলক্ষে দেশের উভয় স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল, বুয়েটের বিশেষঙ্গ, ইস্যু ব্যবস্থাপক এবং কোম্পানির চেয়াম্যানসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ২৫.৭৮ গুণ আবেদন জমা পড়েছে। ইন্দো-বাংলা ফার্মাকে আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি সাধারণ শেয়ার ছেড়ে বাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।উত্তোলিত টাকায় অবকাঠামো নির্মাণ, মেশিনারিজ ক্রয় এবং আইপিও সংক্রান্ত খাতে ব্যয় করবে। উল্লেখ, কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে আছে এএফসি ক্যাপিট্যাল, ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড এবং সিএপিএম অ্যাডভাইসরি লিমিটেড।

দেখে নিন ইন্দো বাংলা ফার্মার আইপিও লটারির ফলাফল

TitleDownload

Stock Exchange TREC No. / M.Bank SL No.

Download

Residents Bangladeshi

Download

Affected small investors(ASI)

Download

Non-Residents Bangladeshi

Download

All Eligible Investors (Pro-rata Allotment)

Download