ইপিএস বেড়েছে বার্জার পেইন্টসের

তৃতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বার্জার পেইন্টস লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১.৯০ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৯.৩৫ টাকা। আলোচিত সময়ে কোম্পানিটির ইপিএস বেড়েছে ২.৫৫ টাকা।

এদিকে, কোম্পানিটির ৯ মাসে অর্থাৎ (এপ্রিল-ডিসেম্বর‘১৮) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬.৬৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে ছিল ২৪.২৭ টাকা। সেই হিসেবে ৯ মাসে কোম্পানিটির ইপিএস বেড়েছে ২.৩৭ টাকা।

এছাড়া ৯ মাসে শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৩৪.৪৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৭.৬৪ টাকা। ৩১ ডিসেম্বর, ২০১৮ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫৮.৭০ টাকা। ৩১ মার্চ ২০১৮ সালে যার পরিমাণ ছিল ১৪২.০৬ টাকা।