‘ইফতার সামগ্রী আনতে যাওয়া ৯ জনই হিটস্ট্রোকে মারা গেছেন’

চট্টগ্রামের সাতকানিয়ায় ইফতার সামগ্রী নিতে গিয়ে ৯ জন নিহতের ঘটনার সঠিক কারণ জানিয়ে সাতকানিয়া সার্কেলের এসপি জাসানুজ্জামান মোল্লা বলেন, অতিরিক্ত ভিড়ে হিটস্ট্রোকে তাদের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার নলুয়া ইউনিয়নে শিল্প গ্রুপ কবির স্টিলের মালিক মো. শাহজাহানের বাড়িতে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: চট্টগ্রামে ইফতার নিতে গিয়ে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু

এসপি জাসানুজ্জামান মোল্লা বলেন, ‘নিহতদের সবাই নারী। অতিরিক্ত ভিড়ে হিটস্ট্রোকে তাদের মৃত্যু হয়েছে।’

যদিও এর আগে স্থানীয় একজন পুলিশ প্রতিনিধির পক্ষ থেকে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছিল।

আরও পড়ুন: চট্টগ্রামে ৯ জনের প্রাণহানির ঘটনায় তদন্ত কমিটি গঠন

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল আলম বলেন, ‘স্থানীয় এক ব্যক্তির যাকাত দেয়ার খবরে আশপাশের বিভিন্ন এলাকা থেকে কমপক্ষে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছেন। এর মধ্যে অনেকে গতরাত থেকে ঘটনাস্থলে উপস্থিত হন। সকাল সকালে ওই ভিড় আরো ব্যাপক আকার ধারণ করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অন্তত ৯ জন নারীর মৃত্যুর খবর পাই।’

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) এ কে এম এমরান ভূঁইয়া জানান, ‘৩০-৪০ হাজার মানুষ ইফতার সামগ্রী নিতে ওই বাড়িতে ভিড় করেন। চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ছাড়াও কক্সবাজার জেলা থেকে লোকজন সেখানে আসেন। অব্যবস্থাপনার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’ সূত্র: জাগো নিউজ

আজকের বাজার/ এমএইচ