ইরানের পরমানু সমঝোতার প্রতি সমর্থন অব্যাহত থাকবে : পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরান তার পরমাণু সমঝোতার সবগুলো ধারা মেনে চলছে।

রাশিয়া এ সমঝোতা বাস্তবায়নে নিজের সমর্থন অব্যাহত রাখবে বলেও জানান রাশিয়ার প্রেসিডেন্ট। রাশিয়ার জ্বালানী সপ্তাহ উপলক্ষে বুধবার মস্কোয় এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, “আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ বলেছে, পরমাণু সমঝোতায় দেয়া সবগুলো প্রতিশ্রুতি ঠিকমতো পালন করেছে তেহরান। আমরা আইএইএ’র এই পর্যবক্ষেণকে আমলে নিয়ে এই সমঝোতার প্রতি সমর্থনে অবিচল থাকব। ”

পুতিন বলেন, কোন কোন পক্ষ এ পরমাণু সমঝোতা মেনে চলছে আর কে চলছে না সে ঘোষণা আসতে হবে আইএইএ’র পক্ষ থেকে। বক্তৃতার অন্য অংশে ইরাক থেকে কুর্দিস্তানকে আলাদা করার প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি নিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিচ্ছে রাশিয়া।

২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুযায়ী তেহরান নিজের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে কিছুটা সীমাবদ্ধতা আরোপে সম্মত হয়। এর বিনিময়ে ইরানের ওপর আরোপিত পরমাণু কর্মসূচিকেন্দ্রীক নিষেধাজ্ঞা তুলে নিতে রাজি হয় পশ্চিমা বিশ্ব।

সূত্র : পার্সটুডে

আজকের বাজার : এমএম / ৫ অক্টোবর ২০১৭