ইসরাইল কর্তৃক আকাশসীমা লঙ্ঘন : জাতিসংঘে অভিযোগ জানাবে লেবানন

লেবাননের আকাশসীমা লঙ্ঘন করে সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি ভিত্তিতে অভিযোগ করবে বৈরুত। ৯ আগস্ট শনিবার লেবাননের পররাষ্ট্রমন্ত্রী গারবান বাসিল এ কথা বলেন।

ইরানের বার্তা সংস্থা পার্স টুডে সূত্রে জানা গেছে, ইসরাইলের বিরুদ্ধে অভিযোগ জানাতে জাতিসংঘে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত নওয়াফ সালামকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন গারবান বাসিল।

এর আগে, গত বৃহস্পতিবার সিরিয়ার সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছিল, ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার হামা প্রদেশের একটি সামরিক স্থাপানায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং এতে অন্তত দুই সেনা নিহত হন। ইসরাইল পরে লেবাননের আকাশসীমা থেকে সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করেছে বলে জানায় বার্তা সংস্থা পার্স টুডে।

ইসরাইল প্রায় প্রতিদিনই লেবাননের আকাশসীমা লঙ্ঘন করে। তেল আবিব দাবি করে থাকে যে, নজরদারির জন্য এসব ফ্লাইট পরিচালনা করা হয়। লেবানন সরকার, ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এবং লেবাননে মোতায়েন জাতিসংঘ বাহিনী এর নিন্দা জানিয়ে আসছে।

আজকের বাজার : এমএম / ১০ সেপ্টেম্বর ২০১৭