ইসরায়েলিদের নিজ ভূখণ্ডে বসবাসের অধিকার রয়েছে: সৌদি যুবরাজ

ইসরায়েলিদের নিজ ভূখণ্ডে শান্তিপূর্ণভাবে বসবাসের অধিকার আছে বলে মন্তব্য করেছেন সৌদি যুবরাজ।

সোমবার মার্কিন আটলান্টিক ম্যাগাজিনে প্রকাশিত এক সাক্ষাৎকারে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের এমন মন্তব্য প্রকাশিত হয়েছে।

নিজেদের পিতৃপুরুষের ভূমিতে বসবাসের সুযোগ ইহুদিদের আছে কিনা এমন প্রশ্নের জবাবে যুবরাজ সালমান বলেন, নিজেদের ভূমির ওপর ফিলিস্তিনি ও ইসরায়েলিদের পূর্ণ অধিকার আছে। সেখানকার পরিস্থিতি স্থিতিশীল ও স্বাভাবিক করতে কার্যকর শান্তিচুক্তির ওপর জোর দেন তিনি।

যৌদি যুবরাজের এই বক্তব্য ইসরায়েল প্রসঙ্গে সৌদি আরবের অবস্থান পরিবর্তনের ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে। কেননা, সৌদি আরব কখনোই ইসরায়েলকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকার করে না।

এর আগে, গত মাসে ইসরায়েলগামী বাণিজ্যিক ফ্লাইটের জন্য নিজেদের আকাশপথ প্রথমবারের মতো উন্মুক্ত করে সৌদি আরব।

আজকের বাজার/আরজেড