ইসরায়েলি সেনাদের গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি সেনাদের গুলিতে এক কিশোরসহ চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল জাজিরা’র সূত্রে এসব তথ্য জানা যায়।

গাজা উপত্যকায় ফিলিস্তিনি শরণার্থীদের নিজেদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকারের দাবিতে ১০ হাজারের বেশি মানুষ একটি বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে ইসরায়েলি সেনাবাহিনী।

শুক্রবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের সীমান্তের কাছে বিক্ষোভ করছিল বিক্ষোভকারীরা। তাদের ওপর নির্বিচারে গুলি ছোড়ে ইসরায়েলি বাহিনী।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা বলেন, শুক্রবার ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৭২৯ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

নিহতদের নাম হচ্ছে, মোহাম্মেদ ইব্রাহিম আইযুব (১৫), আহমেদ রাশাদ (২৪), আহমেদ আবু আকিল (২৫) এবং সাদ আব্দুল মাজিদ আব্দুল-আল আবু তাহা (২৯)।

আজকের বাজার/একেএ