ইসি কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন করতে চায় না: কমিশনার মাহবুব

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সোমবার বলেছেন, নির্বাচন কমিশন এমন কোনো নির্বাচন আয়োজন করতে চায় না যা নিয়ে জনগণের মাঝে প্রশ্নের সৃষ্টি হতে পারে।

তিনি বলেন, ‘আমরা একটি বিতর্কিত নির্বাচন আয়োজনের মাধ্যমে নিজেদের প্রশ্নবিদ্ধ করতে চাই না।’

রাজধানীর নির্বাচন ভবনে সরকারি কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানে নির্বাচন কমিশনার এসব কথা বলেন।

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

মাহবুব তালুকদার কর্মকর্তাদের বললেন, ‘আমি জানি যে আপনারা নির্বাচনে কোনো কলঙ্কের অংশ হতে চান না।’

তিনি জানান, দেশব্যাপী দুই হাজার ২৬ জন সরকারি কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়া হবে। সেখানে এই কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ পাবেন ৪০৮ জন কর্মকর্তা। প্রশিক্ষণ কর্মসূচি ৯ ডিসেম্বর পর্যন্ত চলবে বলেও জানান তিনি।

কর্মকর্তাদের সততা এবং সাহসিকতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা নিয়ে তিনি বলেন, ‘আপনারা ব্যর্থ হলে পুরো নির্বাচনই ব্যর্থ হয়ে যাবে।’

দেশে নির্বাচনের কোনো ধারাবাহিকতা ছিল না উল্লেখ করে তিনি বলেন, ‘কখনো সেনা সমর্থিত সরকারের অধীনে আবার কখনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছে। ‘এখন আমরা একটি পূর্ণাঙ্গ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের মাধ্যমে ধারাবাহিকতার ঐতিহ্য গড়ে তুলতে যাচ্ছি।’

নির্বাচন কমিশনার সতর্ক করে দিয়ে বলেন, নির্বাচনী দায়িত্ব পালনে সরকারি কর্মকর্তাদের অবহেলা বরদাশত করা হবে না। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ