ইয়াবা ও হেরোইনসহ চেয়ারম্যান-মেম্বর আটক

যশোরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা-হেরোইনসহ ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে আটক করে পুলিশ।

এ ঘটনায় মঙ্গলবার (২২ মে) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

কোতয়ালী থানার ওসি একেএম আজমল হুদা বলেন, ইউপি চেয়ারম্যান রবিউল ও মেম্বর এনামুলের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ও ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

আটককৃত চেয়ারম্যানের বিরুদ্ধে মাগুরার বিভিন্ন থানায় হত্যা ও মাদকসহ পাঁচটি মামলা রয়েছে। দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

আটককৃতরা হলেন- মাগুরার সদরের পলাশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম ও একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মেম্বার এনামুল মোল্লা।

আজকের বাজার/আরআইএস