ঈদের ছুটিতে ভারি যান চলাচলে নিষেধাজ্ঞা, মহাসড়কে পশুর হাট নয় : ওবায়দুল কাদের

আসন্ন কোরবানি ঈদের ছুটির ৩ দিন মহাসড়কে কোনও ভারি যানবাহন চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ২০ আগস্ট রোববার সচিবালয়ের নিজ দফতরে ঈদ প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তবে জরুরি সেবাদানকারী যানবাহন ও কোরবানির পশু বোঝাই ট্রাক ও যানবাহন চলাচল করতে পারবে বলে জানান তিনি।

কোরবানি ঈদকে সামনে রেখে নেয়া প্রস্তুতি সম্পর্কে তিনি জানান, ঈদের আগের তিনদিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে নিত্য-প্রয়োজনীয় খাদ্য-দ্রব্য, পঁচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ বহনকারী যানবাহন, পশুবাহী ট্রাক এর আওতামুক্ত থাকবে। ফিটনেসবিহীন গাড়িতে পশু বহন করা যাবে না। সড়ক ও মহাসড়কের উপর কোনো পশুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন তিনি।

আজকের বাজার: এমএম/ ২০ আগস্ট ২০১৭