উইলিয়ানের জোড়া গোলে টটেনহ্যামকে হারিয়ে নিরাপদে চেলসি

লিগের শুরু থেকেই নেপথ্যের নায়ক হিসাবে দলের জয়ে ভূমিকা নিচ্ছিলেন উইলিয়ান৷ অবশেষে প্রিমিয়র লিগে সামনে থেকে লড়াই চালিয়ে চেলসিকে জয় এনে দিনেল ব্রাজিলিয়ান তারকা৷ টটেনহ্যামের বিরুদ্ধে হাই-ভোল্টেজ লড়াইয়ে চেলসি সমর্থকদের কাছে বড় সান্তা৷ উইলিয়ানের জোড়া গোলেই টটেনহ্যামকে হারিয়ে অনুরাগিদের বড় উপহার দিল চেলসি৷

লন্ডন ডার্বি হিসাবে পরিচিত হলেও প্রিমিয়র লিগের এই ম্যাচটি দুই ম্যানেজারের পারস্পরিক লড়াই হিসাবেও চিহ্নিত হচ্ছিল৷ এই মোরিনহোর কোচিংয়েই দীর্ঘ একটা সময় চেলসির জার্সিতে মাঠে নেমেছেন ল্যাম্পার্ড৷ সেদিক থেকে নিজের মেন্টরকে টেক্কা দিলেন দ্য ব্লুজের ঘরের ছেলে ল্যাম্পার্ড৷

ঘরের মাঠে ম্যাচের প্রথমার্ধেই জোড়া গোলে পিছিয়ে পড়ে টটেনহ্যাম৷ দ্বিতীয়ার্ধে মরিয়া প্রচেষ্টা চালিয়েও ম্যাচে ফেরা সম্ভব হয়নি তাদের পক্ষে৷ ম্যাচের ১২ মিনিটের মাথায় উইলিয়ান প্রথমবার টটেনহ্যামের জালে বল জড়ান৷ কর্ণার থেকে কোভাচিচের সঙ্গে পারস্পরিক বল বিনিময় করে বক্সে ঢোকেন উইনিয়ান এবং গড়ানো শটে দ্বিতীয় পোস্টের একেবারে কোণ দিয়ে বল জালে ঠেলে দেন তিনি৷

২৮ ও ২৯ মিনিটে পর পর দু’বার গোল করার সুবর্ণ সুযোগ তৈরি করে টটেনহ্যাম৷ তবে চেলসি গোলরক্ষক কেপাকে পরাস্ত করা সম্ভব হয়নি তাদের পক্ষে৷ উলটে প্রথমার্ধের ইনজুরি টাইমে চেলসিকে পেনাল্টি উপহার দিয়ে বসেন টটেনহ্যাম গোলরক্ষক গাজানিগা৷ রেফারি ভিএআরের সাহায্য নিয়ে স্পট কিকের নির্দেশ দেন এক্ষেত্রে৷ ৪৫+৪ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচে নিজের ও চেলসির হয়ে দ্বিতীয় গোল উইলিয়ানের৷

এই জয়ের সুবাদে ১৮ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থান আরও কিছু দিনের জন্য নিরাপদ করল চেলসি৷ টটেনহ্যাম নেমে গেল পাঁচ থেকে সাত নম্বরে৷

আজকের বাজার/আরিফ