উচ্চতায় বুর্জ খলিফাকে ছাড়াবে ‘ক্রিক হারবার’

বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত ‘বুর্জ খলিফা’। ২ হাজার ৭১৭ ফুট উচ্চতার ভবনটির রেকর্ড ভেঙে দিতে সেই শহরেই তৈরি হচ্ছে আরও বেশি উচ্চতার ভবন। নতুন ভবনটি হলো ২০১৬ সালের অক্টোবরে নির্মাণকাজ শুরু হওয়া ‘ক্রিক হারবার টাওয়ার’। এর উচ্চতা হবে ৩ হাজার ৪৫ ফুট। নির্মাণ শেষ হলে এটিই হবে বিশ্বের সবচেয়ে উঁচু আকাশচুম্বী ভবন।

খবরে প্রকাশ, ক্রিক হারবার টাওয়ার ঘিরে গড়ে তোলা হবে ‘ক্রিক হারবার সিটি’। যেখানে সব ভবনই হবে সুউচ্চ। এই শহরে আবাসন হবে প্রায় ৪ লাখ ৭০ হাজার মানুষের। ক্রিক হারবার সিটির মধ্যমণি হয়ে দাঁড়িয়ে থাকবে টাওয়ারটি। আবাসন খাতের প্রতিষ্ঠান এমার এই প্রকল্পের কাজ পেয়েছে।

২০২০ সালে দুবাইয়ে অনুষ্ঠিত এক্সপো ট্রেড ফেয়ারে উদ্বোধন করা হবে আকাশচুম্বী অট্টালিকা ক্রিক হারবার টাওয়ার।

সূত্র: বিবিসি

আজকের বাজার: এসএস/ ৮ জানুয়ারি ২০১৮