উত্তরা ফিন্যান্স ৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে

নন-কনভার্টেবল জিরো কুপন বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি উত্তরা ফিন্যান্সের পরিচালনা পর্ষদ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে রেজিস্ট্রার্ড, আনসিকিউরড, আনলিস্টেড বন্ড ইস্যু করবে। বন্ডের ডিসকাউন্টেড ইস্যু মূল্য ৩৭৩ কোটি ৬৬ লাখ ৭২ হাজার ১৭ টাকা। কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু করতে পারবে।

এই বন্ডের ফেস ভ্যালু ৫০০ কোটি টাকা, ৫ বছর মেয়াদী, প্রতি বন্ডের ডিনোমাইনেশন ৫ লাখ টাকা, ডিসকাউন্ট রেট ১০.৫০ শতাংশ। উত্তরা ফিন্যান্স ব্যবসা সম্প্রসারণ, ফান্ডিং সোর্সের বৈচিত্র এবং বন্ড মার্কেটের উন্নয়নের জন্য বন্ড ইস্যু করবে।