উর্ধমূখী সূচকে লেনদেন বাড়লো ডিএসইতে

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের উত্থানে লেনদেন শুরু হয় দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে।দিনশেষে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগেরই দর বেড়েছে। ডিএসইতে বেড়েছে মোট লেনদেনের পরিমান। আজ মোট লেনদেন হয়েছে ৪৬৭ কোটি টাকা ৯৩ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ৫৫ পয়েন্ট বেশি অবস্থান করে ৫ হাজার ১৩৩ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৫২ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪৬ টির দর কমেছে ৭১ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫ টির।

অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ছাড়িয়েছে ১৭ কোটি ১০ লাখ টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ১৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৬৮৫ পয়েন্টে। লেনদেন হওয়া ২৮৩ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ৬৭ টির দর বাড়ে ২০৪ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ১২ টির দর।

 

আজকের বাজার/মিথিলা