উহানের হাসপাতাল প্রথমবারের জন্যে করোনা আক্রান্ত শূন্য!

চিনের উহানের হাসপাতালগুলিতে আর করোনা আক্রান্ত রোগি নেই এমনই দাবি সেদেশের সরকারি কর্মকর্তার। রবিবার সেখানে করোনা আক্রান্তের সংখ্যা শূন্য বলে খবর।

এই প্রথম সেখানে করোনা আক্রান্ত রোগি নেই। ৭৬ দিনের লকডাউন শেষে এই তথ্যই সামনে এসেছে। চিনের ন্যাশনাল হেলথ কমিশনের মুখপাত্র মি ফেং জানিয়েছেন স্বাস্থ্যকর্মীদের নিরলস চেষ্টাতেই এই অসম্ভব সম্ভব হয়েছে।

গোটা দেশ করোনার বিরুদ্ধে কঠোর লড়াই করছে। তথ্য বলছে শুক্রবারই উহানের শেষ। করোনা আক্রান্ত রোগি সুস্থ হয়ে বাড়ি ফেরেন। তারপর থেকে কোনও করোনা রোগি ভরতি হয়নি। জাতীয় সংবাদসংস্থা জিনহুয়া এই খবরের সত্যতা স্বীকার করেছে। হুবেই প্রদেশের স্বাস্থ্য কমিশন জানাচ্ছে নতুন কোনও করোনা আক্রান্তের খবর নেই। শেষ ১১জন রোগি সুস্থ হয়েছেন এই সপ্তাহেই। হুবেই প্রদেশে ৬৮,১২৮ জন করোনা আক্রান্ত ছিলেন, এর মধ্যে ৫০,৩৩৩ জন উহানেই ছিলেন।