উহানে করোনা আক্রান্ত গুরুতর রোগীর সংখ্যা এখন শূন্যের কোঠায়

চীনের উহান শহর, যেখান থেকে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়েছিল, সেখানে এখন কোভিড-১৯ আক্রান্ত গুরুতর রোগীর সংখ্যা নেমে এসেছে শূন্যের কোঠায়।

শুক্রবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে দেশটির ন্যাশনাল হেলথ কমিশনের (এনএইচসি) মুখপাত্র মি ফেং জানান, হুবেই প্রদেশের রাজধানী উহানে গুরুতর অবস্থায় থাকা শেষ রোগী শুক্রবার সুস্থ হয়ে উঠেছেন। এর মধ্য দিয়ে শহরটিতে কোভিড-১৯ আক্রান্ত গুরুতর রোগীর সংখ্যা কমে এখন শূন্যের কোঠায় নেমেছে।

শুক্রবার প্রকাশিত কমিশনের দৈনিক প্রতিবেদনে বলা হয়, উহানে গুরুতর অবস্থায় থাকা ওই রোগী বৃহস্পতিবার পর্যন্ত হুবেই প্রদেশেরও শেষ গুরুতর রোগী ছিলেন।

এনএইচসি জানিয়েছে, বৃহস্পতিবার হুবেইতে করোনা আক্রান্ত নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।

মি ফেং বলেন, এ নিয়ে টানা ২০ দিন প্রদেশটিতে নুতন বা সন্দেহজনক কোনো করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।

এদিকে হুবেইয়ে করোনা আক্রান্তের সংখ্যা হ্রাস পেয়ে ৪৭ জনে দাঁড়িয়েছে, যা প্রথমবারের মতো ৫০ এর নিচে নামল, বলেন ফেং।