একাধিক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বগুড়া হত্যাসহ একাধিক মামলায় সাজাপ্রাপ্ত আসামি শফিকুল ইসলাম শফিককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ মে) দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়। এর আগে সোমবার রাতে বগুড়া সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাবনা শহর এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর মধ্যে আবু তালহা ঠান্ডু হত্যা মামলার রায়ে যাবজ্জীবন এবং পৌর কাউন্সিলর এবং জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সামসুদ্দিন শেখ হেলালের উপর ককটেল হামলা মামলার রায়ে ১০ বছরের সাজা হয় শফিকের বিরুদ্ধে। বিগত ২০০৩ সালের পর থেকে তিনি পলাতক ছিলেন।

পুলিশ জানায়, শফিক বগুড়া শহর যুবদলের কর্মী। তিনি ছিলেন পেশাদার কিলার। ২০০০ সালে পৌর কাউন্সিলর এবং জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সামসুদ্দিন শেখ হেলালের উপর ককটেল হামলা, ২০০১ সালে বাদুরতলায় মুন্সি উজ্জল হত্যা, ২০০৩ সালে শহর যুবদলের সাধারণ সম্পাদক আবু তালহা ঠান্ডু হত্যা, শহর যুবলীগের কর্মী সোহাগকে কুপিয়ে আহতসহ এক ডজন মামলার আসামি শফিক।

বগুড়া সদর থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান জানান, শফিককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আজকের বাজার/আরআইএস