এবার যমজ পুত্রসন্তানের বাবা হলেন রেলমন্ত্রী

এবার যমজ পুত্র সন্তানের বাবা হয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। সোমবার (১৪ মে) দিবাগত রাত সাড়ে ১২টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তার স্ত্রী হনুফা আক্তার রিক্তা দুই পুত্র সন্তানের জন্ম দেয়।

রেলমন্ত্রীর একান্ত সচিব এ. কে. এম. জি. কিবরিয়া মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মা ও সন্তান দুটি সুস্থ আছেন।

রেলমন্ত্রী প্রথম মেয়ে সন্তানের বাবা হন ২০১৬ সালের ২৮ মে।

২০১৪ সালের ৩১ অক্টোবর ৬৭ বছর বয়সে কুমিল্লার চান্দিনার বাসিন্দা রিক্তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রেলমন্ত্রী।

রাসেল/