এশাকে লাঞ্চনার ঘটনায় ছাত্রলীগ নেত্রীসহ ২৪ জন বহিষ্কার

ইফফাত জাহান এশাকে লাঞ্চনা ও পায়ের রগকাটা গুজবের ঘটনায় এক কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রীসহ ২৪ জনকে স্থায়ী বহিষ্কার করেছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি। তবে এদের অনেকের ছাত্রলীগে কোন পদ নেই।

সোমবার (১৬ এপ্রিল) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি সুফিয়া কামাল হলে গত ১০ এপ্রিল দিবাগত রাতে অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে জড়িত থাকায় নিম্মোক্ত ব্যক্তিদের বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ী বহিস্কার করা হলো।

বহিষ্কৃতরা হলেন_ কেন্দ্রীয় ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক খালেদা হোসেন মুন, সুফিয়া কামাল হল ছাত্রলীগের সহ-সভাপতি মোর্শেদা খানম, সহ-সভাপতি আতিকা হক স্বর্ণা, সহ-সভাপতি মিরা, সাংগঠনিক সম্পাদক জান্নাতী আক্তার সুমি, সহ-সম্পাদক শ্রাবণী, অর্থ অ্যান্ড অ্যানভায়রনমেন্ট সায়েন্সের ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শারমিন আক্তার, চারুকলা অনুষদের উপ-তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আশা, নাট্যকলা বিভাগের লিজা, মিথিলা নুসরাত চৈতী, সুদিপ্তা মন্ডল, সঙ্গীত বিভাগের সোনম সিঁথী, প্রিয়াংকা দে ও প্রভা, নৃবিজ্ঞানের শারমিন সুলতানা, উর্দু বিভাগের মিতু, ভূ-তত্ত্ব বিভাগের শিলা এবং জাকিয়া, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মনিরা ও রুনা, শান্তি ও সংঘর্ষ বিভাগের জুঁই, চারুকলা বিভাগের অনামিকা দাশ, বাংলা বিভাগের তানজিলা এবং সমাজকল্যাণ বিভাগের তাজ।

প্রসঙ্গত, ওই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হলে হল ছাত্রলীগ সভাপতি ইফফাত জাহান এশাকে লাঞ্চিত করা হয়। তাকে জুতার মালা পরোনোর মতো ঘটনাও ঘটে। এশা এক ছাত্রীর পায়ের রগ কেটেছেন বলে গুজব ছড়ানো হয়। এসব ঘটনায় জড়িত থাকায় ওই ২৪ জনকে আজ ছাত্রলীগ স্থায়ী বহিষ্কার করল।

আজকের বাজার/ এমএইচ