ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

এসি কেবিন না পাওয়া অভিযোগ যাত্রীদের

সার্ভার জটিলতার কারণে নির্দিষ্ট সময়ের ১৫ মিনিট পর শুক্রবার সোয়া ৮ টার দিকে ঈদের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে ঢাকার কমলাপুর রেলস্টেশনে। শুরুর এই বিভ্রাটের পর টিকিট বিক্রিতে ধীরগতির অভিযোগ করছেন যাত্রীরা। অনেকের দাবি, লাইনের শুরুতে থেকেও শীতাতপ নিয়ন্ত্রিত-এসি বার্থ বা কেবিনের টিকিট পাচ্ছেন না।

এ নিয়ে যাত্রীরা অভিযোগ করলে স্টেশন কর্মকর্তারা বলছেন, সংরক্ষিত কোটার কারণে অনেক এসি কেবিনই সার্ভারে দেয়া হয়নি।

ঈদযাত্রা উপলক্ষে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ৩১টি আন্তঃনগর ট্রেনের পাঁচ দিনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে।

এর মধ্যে আজ শুক্রবার সকাল থেকে ১০ জুনের টিকিট দেয়া হচ্ছে। এ ছাড়া শনিবার ১১ জুনের, রোববার ১২, সোমবার ১৩, মঙ্গলবার ১৪ এবং বুধবার ১৫ জুনের অগ্রিম টিকিট দেয়া হবে।

মোট ২৬টি কাউন্টার থেকে যাত্রীরা লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করছেন। এর মধ্যে দুটি কাউন্টার থেকে শুধু নারীদের টিকিট দেয়া হচ্ছে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারছেন।

সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরুর কথা থাকলেও ১২-১৫ ঘণ্টা আগে থেকেই শত শত যাত্রী লাইনে দাঁড়িয়ে ছিলেন। তাদের অনেকেই বৃহস্পতিবার সন্ধ্যার আগেই স্টেশনে হাজির রয়েছেন। ফলে লাইনে দাঁড়িয়েই ইফতার ও সেহরি সেরেছেন তারা।

 

আজকের বাজার/ এমএইচ