‘ঐতিহাসিক’ সংলাপের বিষয়ে মুখ খুললেন কিম

বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার সম্ভাব্য বৈঠকে বিষয়ে। বিষয়টি নিয়ে এই প্রথমবারের মতো মুখ খুললেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

মঙ্গলবার উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত মাসে উত্তর কোরিয়ার সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ সংক্রান্ত বৈঠকের আগ্রহ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকটি অনুষ্ঠিত হলে তা হতে পারে একটি ‘ঐতিহাসিক’ বৈঠক। কারণ এর আগে কোনো উত্তর কোরীয় নেতার সঙ্গে বৈঠকে বসেননি কোনো মার্কিন প্রেসিডেন্ট। যদিও এখন পর্যন্ত এ বৈঠকের কোনো দিন-তারিখ কিংবা স্থান নির্ধারণ করা হয় নি। সংশয় রয়ে গেছে বৈঠকে পিয়ংইয়ং এর অংশগ্রহনের বিষয়টি নিয়েও।

সোমবার পার্টির নেতাদের সঙ্গে বৈঠককালে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নের বিষয়টি নিয়েও আলোচনা করেন বলে জানা যায়। বৈঠকে এ মাসের শেষদিকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলাদাভাবে আলোচনার কথাও জানান কিম। কোরীয় উপদ্বীপে উদ্ভূত সঙ্কট সমাধানে আগামী ২৭ এপ্রিল দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসার ঘোষণাও দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা।

আরএম/