ওপেনারদের এলিট ক্লাবে রোহিত শর্মা

স্বাগতিক নিউজিল্যান্ডকে সুপার ওভারে হারানোর মূল কারিগর নিঃসন্দেহে রোহিত শর্মা। তার পরপর দুটি ছয় বদলে দেয় ম্যাচের ভাগ্য। যদিও সুপার ওভারের রান কোনো ব্যাটসম্যানের ক্যারিয়ার গ্রাফে যোগ হয় না, তারপরও এদিন এক স্মরণীয় ইতিহাস গড়লেন ‘হিটম্যান’ রোহিত। ওপেনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ছুঁয়ে ফেললেন ১০ হাজার রানের মাইলফলক।

চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়লেন রোহিত শর্মা। ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ওপেনার হিসেবে তার সংগ্রহ ১০ হাজার ৩০ রান। এই এলিট ক্লাবে এর আগে নাম লিখিয়েছেন তিন ভারতীয় ওপেনার— বীরেন্দর শেবাগ (১৬,১১৯ রান), শচীন টেন্ডুলকার (১৫,৩৩৫ রান) এবং সুনীল গাভাস্কার (১২,২৫৮ রান)।

আন্তর্জাতিক এই তালিকায় সবার ওপরে আছেন শ্রীলঙ্কার ব্যাটিং লিজেন্ড সনাৎ জয়াসুরিয়া। ওপেনার হিসেবে তার নামের পাশে আছে ১৯,২৯৮ রান। দ্বিতীয় স্থানে আছেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস্টোফার হেনরি গেইল। ওপেনার হিসেবে তিনি করেন ১৮,৮৩৪ রান।

আজকের বাজার/আরিফ