ওয়ার্ল্ড আরচারি চ্যাম্পিয়নশিপে অংশ নিতে জার্মানী গেল বাংলাদেশ দল

ওয়ার্ল্ড আরচারি চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আজ জার্মানীর উদ্দেশ্যে যাত্রা করেছে ৯ সদস্যের বাংলাদেশ আরচারি দল।

আগামীকাল ৩১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত জার্মানীর বার্লিনে অনুষ্ঠিত হবে ‘ওয়ার্ল্ড আরচারি চ্যাম্পিয়নশিপস-২০২৩’।
চ্যাম্পিয়নশিপে রিকার্ভ পুরুষ একক, রিকার্ভ পুরুষ দলগত, রিকার্ভ মহিলা একক, রিকার্ভ মিশ্র দলগত, কম্পাউন্ড পুরুষ একক, কম্পাউন্ড মহিলা একক এবং কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ আরচারি দল।

আজ ভোর ৫টায় কাতার এয়ারলাইন্সের একটি বিমানে করে জার্মানীর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে দলটি। কোচ ও কর্মকর্তাসহ ৯ জনের ওই দলে রয়েছেন চারজন পুরুষ ও ২জন মহিলা আর্চার। এরা হলেন মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, রামকৃষ্ণ সাহা, মো: সাগর ইসলাম, মোহাম্মদ আশিকুজ্জামান, দিয়া সিদ্দিকী ও বন্যা আক্তার। (বাসস)