“ওয়াক আপ যশোর” কর্মশালার আয়োজন

যশোরের শার্শা উপজেলা অডিটোরিয়ামে ইংরেজি শিক্ষার দক্ষতা বাড়াতে দিন ব্যাপী “ওয়াক আপ যশোর” নামে এক কর্মশালার আয়োজন করা হয়।

শনিবারের (২৮ জুলাই) এ কর্মশালায় শার্শা ও ঝিকরগাছা উপজেলার ৪০০ শিক্ষার্থী অংশ নেন।

অনুষ্ঠানের উদ্যোক্তা সানজিদা আইরিন বর্ষার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দীন। তিনি ফিতা কেটে কর্মশালার উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মন্জু, উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চৌধুরী হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, আলেয়া ফেরদৌস প্রমুখ।

কর্মশালা পরিচালনা করেন টেন মিনিট স্কুলের প্রশিক্ষক আইমান সাদিক, শিক্ষক সাকিব বিন রাসিদ, আজিজুল কাদের ও নাজমি জান্নাত।

আজকের বাজার/একেএ